April 18, 2024
করোনাজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

করোনায় মৃত্যুশূন্য দিনে বছর শুরু

আজ পহেলা বৈশাখ। করোনায় মৃত্যুশূন্য দিন দিয়ে শুরু হলো নতুন বাংলা বছর ১৪২৯। দেশে ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ অপরিবর্তিত থাকল।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনের দেহে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৩ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *