November 28, 2024
আঞ্চলিককরোনাবিজ্ঞপ্তিলেটেস্ট

করোনায় ফ্রন্ট লাইনার্সদের মাঝে রোটারী ক্লাব অব সুন্দরবন’র সুরক্ষা সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি
রোটারী ক্লাব অব সুন্দরবনের পক্ষ থেকে খুলনায় করোনা রোগীদের অক্সিজেন ব্যাংকের মাধ্যমে সেবা ও লাশ দাফন কাফনের সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ প্রাঙ্গণে সাতটি প্রতিষ্ঠানের নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রোটারী ক্লাব অব সুন্দরবনের প্রেসিডেন্ট শরিফুল আলম মুকুল এর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি কামরুল করিম বাবুর পরিচালনায় প্রকল্পটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প চেয়ারম্যান পিপি মোঃ মফিদুল ইসলাম টুটুল।
এসময় উপস্থিত ছিলেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ খ ম জাকারিয়া, রোটারি লিডার ইঞ্জিনিয়ার মশিউজামান খান, পিপি মোল্লা মারুফ আল রশিদ, অ্যাসিস্ট্যান্ট গভর্নর মোহাম্মদ বেলায়েত হোসেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পিপি মোহাম্মদ নাসির উজ্জামান, প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়ার আজিজুল হক জোয়ার্দ্দার, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন স্বপন, আল কারীম এর শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, রায়েরমহল মানব কল্যাণ ফাউন্ডেশনের মোঃ মারুফ হোসেন, মোঃ আবু তালেব, শ্রী রাম প্রসাদ, খুলনা মডেল মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নাঈম হোসেন, হাফেজ মোহাম্মদ শাহেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে করোনার মহামারিতে আক্রান্ত এবং ইন্তেকালে প্রিয়জন, আপনজন যখন তাদের কাছে পৌঁছাতে ভয় পায় সেই মুহূর্তে তাদের সেবা শুশ্রুষা এবং দাফন-কাফনের অংশগ্রহণকারী ইসলামিক ফাউন্ডেশন খুলনা, দক্ষিণ ডুমুরিয়া আলেম ওলামা পরিষদের তাকওয়া, আল করিম অক্সিজেন ব্যাংক ফাউন্ডেশন, রায়েরমহল মানব কল্যাণ ফাউন্ডেশন, কোয়ান্টাম খুলনা, আবু তালেব মানবসেবা দাফন কাফন গ্রুপ, রূপসা শ্মশান লাশ সদকার ব্যবস্থাপনা কমিটির হাতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান এবং তাদেরকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে মহান রাব্বুল আলামীনের নিকট এই সকল মানবিক মানুষগুলোর সুস্থতা এবং যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *