April 24, 2024
আন্তর্জাতিকলেটেস্ট

ওয়াশিংটনে বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি।

এ প্রসঙ্গে রেন্টন পুলিশের মুখপাত্র সান্দ্রা হাভলিক জানিয়েছেন, রাত একটা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। দেখা যায়, মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অনেকে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অনেকে। তবে হামলাকারী এখনও অধরা।
প্রসঙ্গত, এ নিয়ে সম্প্রতি বেশ কয়েকবার বন্দুক হামলা ও প্রাণহানির ঘটনার সাক্ষী রইল আমেরিকা। কখনও চার্চে ঢুকে, কখনও স্কুলে, কখনও আবার শপিং মল অথবা ভিড়ের মাঝে বন্দুক হাতে দেশটিতে হামলা চলছেই। সেখানকার বন্দুক আইন সংশোধন নিয়ে যতই আলোচনা হোক, সুফল মিলছে না কিছুতেই।

সূত্র- সিএনএন, এনডিটিভি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *