May 6, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

‘ওজোপাডিকো গ্রাহকদের কোন সংকট শুনছে না’

খবর বিজ্ঞপ্তি
ওজোপাডিকো গ্রাহকদের কোন সংকট শুনছে না। দিনে দিনে বাড়ছে নানা অসংগতি। রোধ করতে ওজোপাডিকোর নেই কোন উদ্যোগ। এভাবে চলতে থাকলে কোম্পানির পর আস্থা হারিয়ে ফেলতে পারে গ্রাহক। বাড়তে পারে নান সংকট। এতে করে বিদ্যুতের উপর সরকারের দেওয়া নানা প্রতিশ্রুতি বিঘ্নিত হতে পারে।
বুধবার দুপুর ১টায় বিএমএ মিলনায়তনে প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির উদ্যোগে প্রি পেইড মিটারের দুর্নীতি ও নানা অনিয়ম রোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাগরিক নেতারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম।
সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, নাগরিক সমাজের আহবায়ক এ্যাড: আফম মহসীন, ন্যাপের জেলা সভাপতি মো: ফজলুর রহমান, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম ফারুক-উল ইসলাম, জাসদের মহানগর কমিটির সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান মন্টু, সিপিবি জেলা কমিটির নেতা মিজানুর রহমান বাবু, বাগেরহাটের এ্যাড: শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, মাসাসের কৃষ্ণা দাস, সাংস্কৃতিক কর্মী নূরুন নাহার হীরা, এ এম রাশীদুল আহসান বাবলু, ওয়াহিদুজ্জামান সোহাগ, মো: জাহাঙ্গীর হোসেন, সেফের সমন্বয়কারী মো: আসাদুজ্জামান, হেদায়েত মোল্লা, মো: মিজানুর রশীদ, সঞ্জয় কুমার মল্লিক, ডা: শেখ মোসাদ্দেক হোসেন বাবলু, সুলতানা প্রমুখ।
সভায় মেয়রের সাথে মতবিনিময়, দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের সাথে মতবিনিময়, ওয়ার্ডগুলোতে মতবিনিময়, গণ- স্বাক্ষর, গণ-শুনানী, মোমবাতি মিছিলসহ ঘেরাও কর্মসূচি পর্যায়ক্রমে করার সিদ্ধান্ত হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *