April 24, 2024
আঞ্চলিক

উপজেলা পরিষদ নির্বাচন খুলনায় পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ৩১ জনের মনোনয়নপত্র বাতিল

 

দ: প্রতিবেদক

উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৯টি উপজেলায় পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বুধবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চেয়ারম্যান পদে দিঘলিয়ার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খান নজরুল ইসলাম, দাকোপে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুনসুর আলী খান, তেরখাদা উপজেলায় বাদশা মল্লিক, ফুলতলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ আবিদ হোসেন ও বিএনপি নেতা হাসনাত রিজভী মার্শালের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানান, যাচাইয়ের পর খুলনার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ২৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩১ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ও প্রতীক বরাদ্দ। ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *