May 6, 2024
আন্তর্জাতিককরোনালেটেস্ট

ইতালিতে মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছে, একদিনে রেকর্ড ৯১৯ জন

ইতালিতে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯১৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৯ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। চিকিৎসাধীন আছেন ৬৬ হাজার ৪১৪ জন। চিকিৎসাধীন ৬৬ হাজার ৪১৪ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ৬২ হাজার ৬৮২ জন। বাকি ৩ হাজার ৭৩২ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৫০ জন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *