May 18, 2024
জাতীয়

আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণ, দেয়াল ধসে পথচারীর মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার সাভারের আশুলিয়ায় এক সোয়েটার কারখানায় গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলিন্ডার গ্যাস দিয়ে বয়লার চালানোর সময় মঙ্গলবার সকালে আশুলিয়ার খেজুরবাগান গৌরিপুরে ন্যাচারাল ভিলেজ সোয়েটার কারখানার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা খাতুন (২০) কুড়িগ্রাম জেলার চিলমাড়ী থানার ধক্ষিল খরঘড়িয়া কাকোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি দক্ষিণ গৌরীপুর এলাকার মুরাদ এ্যাপারেলস লিমিটেড কারখানার সুইং অপারেটর পদে কাজ করতেন।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, কারখানাটির বয়লার সিলিন্ডার গ্যাস দিয়ে চালানো হয়। সিলিন্ডার গ্যাস হিটার মেশিনের মাধ্যমে রিফিল করার সময় পাইপ ফেটে এ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে কারখানার টিনের চাল উড়ে যায় এবং দেয়াল ধসে রাস্তায় পড়ে। এসময় ধসে পড়া দেয়ালে চাপা পড়ে পথচারী নারী শ্রমিক রিমা খাতুন ঘটনাস্থলে নিহত হন। আহত দুই পথচারীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সিলিন্ডারের গ্যাস দিয়ে বয়লার চালানোর কতটুকু বৈধতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারখানার কাজগপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *