আ’লীগ নেতা শাহজাহান পারভেজের দাফন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি শাহজাহান পারভেজের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শেখপাড়া বিদ্যুৎ স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, অধ্যা. আলমগীর কবীর, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কামরুল ইসলাম বাবলু, তসলিম আহমেদ আশা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মনিরুজ্জামান সাগর, আলমগীর সরদার, কাজী মনজেদ উদ্দিন চাঁন, মীর মো. বরকত আলী, সফিকুর রহমান পলাশ, শেখ মো. ফারুক হাসান হিটলু, শেখ শাজালাল হোসেন সুজন, জাহিদুল হক, চ. ম. মুজিবর রহমান, মো. মোতালেব মিয়া, ফয়েজুল ইসলাম টিটো, সরদার আব্দুল হালিম, মো. জাকির হোসেন, মীর মো. লিটন, মোক্তার হোসেন, মো. হোসেনুজ্জামান, তোতা মিয়া মাতুব্বর, কাজী কামাল হোসেন, আল আমিন উকিল, মো. হাসান শেখসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ