April 20, 2024
আঞ্চলিক

আব্দুল জলিলের স্মরণ সভা আ’লীগ নেতৃবৃন্দ দেশের প্রতি ভালোবাসা আর দলের প্রতি তার আনুগত্যতা স্মরণীয় হয়ে থাকবে

খবর বিজ্ঞপ্তি

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, আব্দুল জলিল ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের একজন ত্যাগী নেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অনবদ্য ভূমিকা আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার অন্যতম শক্তি হিসেবে কাজ করেছিলো। তাঁর ত্যাগ, দেশের প্রতি ভালোবাসা আর দলের প্রতি আনুগত্যতা স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করতে হলে আব্দুল জলিলের মত নেতাদের ত্যাগ আর দেশ প্রেমকে ধারণ করতে হবে। তাহলেই দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র ভিষণ ২০৪১ বাস্তবায়নে কোন অন্তরায় থাকবে না।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী আব্দুল জলিল-এর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জোবায়ের আহমেদ খান জবা, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, খান সাইফুল ইসলাম, শফিকুর রহমান পলাশ, ফয়েজুল ইসলাম টিটো, আব্দুল মালেক, জামিল খান, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, রনবীর বাড়ৈ সজল, মাহমুদুর রহমান রাজেস, তাপস জোয়াদ্দার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম আব্দুল জলিল এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, অধ্যক্ষ মাওলানা আ খ ম জাকারিয়া।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *