April 19, 2024
আঞ্চলিক

আন্তঃমহাদেশীয় যৌথগবেষণায় হওয়ায় খুবি’র ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : ভিসি  

খবর বিজ্ঞপ্তি  

 

প্রায় ৮০ কোটি টাকা মূল্যের আন্তঃমহাদেশীয় যৌথগবেষণা প্রকল্পের সাথে যুক্ত হওয়ায় দেশে-বিদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বেড়েছে বলে উল্লেখ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি গতকাল বুধবার দুপুরে নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে আয়োজিত রিসার্চ কাউন্সিল ইউকে (আরসিইউকে) এর  গ্লোবাল চ্যালেঞ্জ রিসার্চ ফান্ড এর অর্থায়নে সাসটেইনেবল হেলথদি এন্ড লার্নিং সিটিস এন্ড নেইবারহুডস (এসএইচএলসি) নামক এ আন্তঃমহাদেশীয় প্রকল্পের পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।  

 

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় অংকের (আট কোটি টাকা) গবেষণা প্রকল্প লাভ করা এবং সেখানে বাংলাদেশ অংশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রকল্পের টিম লিডার ড. শিল্পি রায়কে ধন্যবাদ জানান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের প্রতি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নিজেদের ও বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির আহবান জানিয়ে বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথ শিক্ষা-গবেষণার প্রতি উৎসাহিত করছে। গতবছর ৫ এপ্রিল এ প্রকল্পটির সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরের পর এটি ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।  

 

উপাচার্য পরে এ প্রকল্পের অফিস উদ্বোধন করেন। তিনি অত্যন্ত নান্দনিক ও আধুনিকমানের অফিস স্থাপনের জন্য ধন্যবাদ জানান। নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোঃ মুরছালীন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন।  

 

স্বাগত বক্তব্য প্রদান ও পাওয়ার পয়েন্টে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রকল্পের কান্ট্রি লিডার ড. শিল্পি রায়। এ সময় বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ডিসিপ্লিনের প্রধান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও প্রকল্পে সংযুক্ত গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।   

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *