April 20, 2024
আঞ্চলিকলেটেস্ট

আদালতে তিন ধর্ষকের ১৬৪ ধারায় জবানবন্দি

খুলনায় স্কুলছাত্রীকে গণধর্ষণ

দ: প্রতিবেদক
খুলনায় খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আলিম সিটি গেট রেললাইন এলাকায় দশম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত তিন ধর্ষক। গতকাল শুক্রবার বিকালে বিজ্ঞ বিচারক আমিরুল ইসলামের আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- খানজাহান আলী থানার আটরা এলাকার মৃত আমজাদ শিকদারের ছেলে সাগর আলী (২৬), মসিয়ালী এলাকার মৃত রেনু মিয়ার ছেলে বিল­াল (৩০) ও মসিয়ালী ১নং ওয়ার্ড এলাকার মৃত টোকন আলীর ছেলে শফিক (২৬)।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি গ্রেফতারকৃত তিন বন্ধু ওই দশম শ্রেণীর শিক্ষার্থীকে কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে তার ভাবীর বাড়ি ফুলতলা উপজেলার দামোদরে নিয়ে যায়। সেখানে দুপুরের খাবারের পর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যার দিকে আলিম সিটিগেট রেললাইন মিজানের পরিত্যক্ত ভনের ছাদে নিয়ে গণধর্ষণ করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়। ওই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ২৮ জানুয়ারি খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২১ তাং -২৯/০১/১৯ইং।
এর ২৪ ঘন্টার মধ্যেই খানজাহান আলী থানা পুলিশ ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করে। গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *