May 3, 2024
আন্তর্জাতিককরোনা

অ্যান্টার্টিকায়ও পৌঁছালো করোনা, বাদ রইলো না কোনো মহাদেশ

২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশ-মহাদেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এরপর ভাইরাস রূপ নেয় মহামারিতে।

প্রাণঘাতী এ ভাইরাস অ্যান্টার্টিকা ছাড়া এতদিন বাকি মহাদেশগুলোতে তাণ্ডব চালিয়েছে। এবার জানা গেলো, অ্যান্টার্টিকায়ও পৌঁছে গেছে করোনা ভাইরাস। সুতরাং, এরমাধ্যমে সব মহাদেশেই নিজের বিস্তার ঘটালো কোভিড-১৯।

বুধবার (২৩ ডিসেম্বর) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি অবশেষে বিশ্বের সব মহাদেশে পৌঁছে গেলো।

চিলির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, অ্যান্টার্টিকায় দুটি সামরিক ঘাঁটি বা নৌবাহিনীর একটি জাহাজে থাকা অন্তত ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বাইরে সেখানে এখন পর্যন্ত আর কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি।

চিলির সেনাবাহিনী জানায়, সোমবার (২১ ডিসেম্বর) জেনারেল বার্নার্ডো ও’হিগিন্স রিকেলমে অ্যান্টার্কটিক বেসে ৩৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। আর মঙ্গলবার (২২ ডিসেম্বর) চিলির বিওবিও অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিলির নৌবাহিনীর একটি জাহাজের ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর লেফটেন্যান্ট রডলফো মার্শ মার্টিন এয়ার ফোর্স বেসে আক্রান্ত হয়েছেন একজন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২৯৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ লাখ ২৪ হাজার ৩৯ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫ কোটি ৫১ লাখ ২৮ হাজার ৫৫৯ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *