৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ
দক্ষিণাঞ্চল ডেস্ক
৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফল প্রকাশ করা হয়েছে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে। এর মাধ্যমে প্রায় ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ পেলেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে িি.িনঢ়ংপ.মড়া.নফ ফল জানা যাবে। এছাড়া, মোবাইল ফোনে টেলিটক অপারেটরে চঝঈ লিখে স্পেস দিয়ে ৩৯ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
গত বছরের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই পরীক্ষা হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন। ৩৯তম বিশেষ বিসিএস আয়োজন করা হয় চিকিৎসকদের জন্য।
গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়।
পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেছেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দেন।