২৮নং ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী হৃদরোগে আক্রান্ত, শয্যাপাশে নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহাসিনুর রহমান আফরোজ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সন্ধানী ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ এমডিএ বাবুল রানা হাসপাতালে যান। তিনি সেখানে কিছু সময় সেখানে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময়ে উপস্থিত ছিলেন, মো. ইকবাল হোসেন, মো. শফিকুজ্জামান হাসান, এজাজ আহমেদ, মফিদুল আবেদীন টুটুল, মজিবর রহমান, অলোক শীল প্রমুখ।
এদিকে আফরোজের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।