July 27, 2024
জাতীয়

১২৯৭ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

দক্ষিণাঞ্চল ডেস্ক

অনলাইনে ও অফলাইনে আবেদন করা ১ হাজার ২৯৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সেপ্টেম্বর মাসের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা যায়, এমপিওভুক্তির জন্য মনোনীত ১ হাজার ২৯৭ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছেন- ১১১ জন বরিশাল অঞ্চলের, ১১২ জন চট্টগ্রামের, ৭৯ জন কুমিল­ার, ২৫৬ জন ঢাকার, ১০৯ জন খুলনার, ১৪৮ জন ময়মনসিংহের, ১৬২ জন রাজশাহীর, ২৫৯ জন রংপুরের এবং ৫৯ জন সিলেট অঞ্চলের। এছাড়া অফলাইনে আবেদন করা ২ শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে এ সভা হয়। সভায় এমপিভুক্ত পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ নানা বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *