April 20, 2024
জাতীয়

সারাদেশের অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিতের নির্দেশ

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বরগুনার একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ ভেঙে এক শিক্ষার্থীর মৃত্যুর পর সারাদেশে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনে উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা নিতে পারবেন বলেও রোববার গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া ওই আদেশে বলা হয়।

গত শনিবার বরগুনার তালতলীতে ছোটবগি পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ছাদ ভেঙে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরা (৮) নিহত এবং আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়।

এই ঘটনা তদন্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি করেছে। স্থানীয় পর্যায়েও একটি তদন্ত কমিটি হয়েছে। তালতলীর ওই বিদ্যালয় ভবনটি ১৭ বছর আগে নির্মিত হয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *