April 24, 2024
আঞ্চলিক

ইঞ্জিনে সমস্যা: শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করতে হয়েছে বিমানের সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটকে। শাহ আমানত বিমানবন্দরে অবতরণে কোনো সমস্যা হয়নি এবং যাত্রীরাও সব নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। গতকাল সোমবার বিকালে চট্টগ্রামের বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানের বহরের ৭৩৭-৮০০ মডেলের বোয়িং উড়োজাহাজটি।

শাকিল মেরাজ বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিমানটির বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল। ইঞ্জিনে সমস্যার সংকেত পেয়ে পাইলট সেটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিজি-০৮৫ ফ্লাইটটি ৫টা ৪০ মিনিটে জরুরি অবতরণ করে বলে জানান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক খাইরুল কবীর। তিনি বলেন, বিমানটির বাম পাশের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল।

শাকিল মেরাজ বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ওই বিমানে থাকা ৯৯ জন যাত্রী নিরাপদে রয়েছেন। ওই ফ্লাইটের যাত্রীদের বিকল্প বিমানে ঢাকায় আনা হচ্ছে বলে শাকিল মেরাজ জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *