April 25, 2024
আঞ্চলিক

সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তী স্মরণে সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তী মানুষকে ভালবাসতেন। তিনি মানুষকে বিশ্বাস করতেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগে। সাংস্কৃতিক অঙ্গনে সংগঠকের দায়িত্ব পালন করতেন। নির্ভিক এই সাংবাদিক পেশার প্রতি ছিলেন অবিচল। সত্যের সন্ধানে তিনি শেষ জীবন পর্যন্ত কাজ করে গেছেন। এসব কথা বললেন সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তীর আলোচনা সভায় বক্তারা।

গতকাল রবিবার বিকাল ৫টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে কনসেন্স মিলনায়তনে সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তীর মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মফিদুল ইসলাম। সভা পরিচালনা করেন গুণীজন স্মৃতি পরিষদের সমন্বয়কারী সাংবাদিক মহেন্দ্র নাথ সেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক খালিদ হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এ্যাড: মোমিনুল ইসলাম, টিভি রির্পোটার ইউনিটের সভাপতি সুনীল দাস, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, দৈনিক জন্মভূমির চীফ রির্পোটার সোহরাব হোসেন, কনসেন্স এর নির্বাহী পরিচালক সেলিম বুলবুল , শেখ আব্দুল হালিম, সাংবাদিক রাশিদুল আহসান বাবলু, রীতা রাণী, ডিবিসি’র বিভাগীয় প্রতিনিধি মো: আমিরুল ইসলাম, যমুনা টেলিভিশনের রির্পোটার প্রবীর বিশ্বাস, আফজাল হোসেন রাজু, টিভি ক্যামেরা জ্যানালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, দীলিপ বর্মন প্রমুখ। সভার সভাপতি আগামী ৬ মার্চ সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ফিরোজ আহমেদের নামে সড়কের নামকরণের দাবিতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের নিকট স্মারকলিপি দেওয়াকালে সংগঠনের সকলকে উপস্থিত থাকার আহবান জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *