November 7, 2024
আঞ্চলিক

শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান ছিলেন বঙ্গবন্ধুর খুবই স্নেহভাজন

স্মরণ সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

 

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই স্নেহভাজন ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে শপথ নেয়ার আহŸান জানান।

তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর দৌলতপুরে বেবীট্যাক্সি সিএনজি চালিত অটোরিকশা থ্রি-হুইলার ড্রাইভার্স ইউনিয়ন কার্যালয় চত্বরে শাহাদত বার্ষিকী পালন কমিটি আয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান এর ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, অধ্যাপক আবু সুফিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন, ১৯৬৬-৬৭ সালে শাহ মাখদুম হলের ভিপি ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহার অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। প্রফেসর ড. মাযহারুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল খালেক আবু সুফিয়ানকে খুব ভালোবাসতেন।

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র বলেন, আবু সুফিয়ান তুখোড় ছাত্র নেতা ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ হয়েও শ্রমজীবী মানুষের সাথে মিশেছেন, তাদের আপনজন হয়ে উঠেছিলেন। শ্রমিকদের তিনি অন্তর দিয়ে ভালবাসতেন। মেয়র আরও বলেন, অধ্যাপক আবু সুফিয়ান শুধু শ্রমিক নেতাই ছিলেন না, অত্যন্ত শিক্ষানুরাগী ছিলেন। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি খুলনায় দুইটি কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি অধ্যাপক আবু সুফিয়ানের আদর্শে উজ্জীবীত হয়ে সকলকে কাজ করার আহŸান জানান।

দৌলতপুর আ’লীগের সভাপতি সৈয়দ আলীর পরিচালনায় স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি ব্রজলাল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান। অন্যানের মধ্যে নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বক্তৃতা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *