রূপসায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
দ: প্রতিবেদক
খুলনার রূপসা উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগমারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা জাকির হোসেন বলেন, বাগমারার মাছ কোম্পানি এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে যুবকটি ভবঘুরে পাগল ছিলেন।