July 27, 2024
আঞ্চলিক

রামপালে ভাইস চেয়ারম্যান হলেন লিপন-মিলি

 

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তালা ও কলস প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছে। বেসরকারী ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে নূরুল হক লিপন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মাৎ হোসনেয়ারা মিলি নির্বাচিত হন। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন তালা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মেহেদী হাসান মিন্টু চশমা প্রতীকে ৩ হাজার ৯৩ ভোট পেয়েছেন। নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ হোসনেয়ারা মিলি কলস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৬৭৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্ধী মোসাম্মাৎ ছায়রা খাতুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩১৮ ভোট।

সবমিলিয়ে মোট ৪৮টি ভোটকেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। রোববার রাত ১০টায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শেখ জাকারিয়া স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তায় দেখা যায়, উপজেলায় মোট ১ লাখ ২২ হাজার ছেষট্টি ভোটের মধ্যে ২৮ হাজার ৮১৯ ভোট পড়েছে। উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বিনা ভোটে বর্তমান ভাইস চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *