April 20, 2024
আঞ্চলিক

মোংলায় বিবাদমান জমিতে সড়ক ও সীমানা প্রাচীর নির্মাণ : উত্তেজনা

 

মোংলা প্রতিনিধি

মোংলা শহরের পূর্ব কবর স্থান সড়কে বিবাদমান জমিতে বাইপাশ সড়ক ও সীমানা প্রাচীর  নির্মানকে কেন্দ্র করে দু’ গ্রæপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে । গত ২২ মার্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তেও শহিদুল-রাশিদা গ্রæপ বিবাদমান জমিতে সীমানা প্রাচীর নির্মান শুরু করলে এ উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করে । এ ব্যাপারে প্রতিপক্ষ মনির হোসেন বাদি হয়ে মোংলা থানায় অভিযোগ দায়ের করেছে ।

সরেজমিন খোজ নিয়ে জানাগেছে, মোংলা শহরের পূর্ব কবর স্থান সড়কে শেলাবুনিয়া মৌজার এস এ ১৪/১৫ খতিয়ানের ৬৫ নং দাগে পৈত্রিক ও ক্রয়কৃত সাড়ে ২৭ শতক জমিতে মনির হোসেন বাড়ি ঘর নির্মান করে বসবাস করে আসছিলেন। একই দাগ খতিয়ানের জমিতে শহিদুল-রাশিদা শরিকরা ১০ শতক জমির মালিকনা থাকায় তারা বাইপাশ সড়ক নির্মানে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে আসছিল। এক পর্যায় রাশিদা আদালতে ১৪৪ ধারা জারি করে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ  প্রাপ্ত হয়। স্থানীয় পুলিশ এ জমিতে সকল প্রকার স্থাপনা নির্মানের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও বিবাদমান জমিতে মনির হোসেনের বাড়ির সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে ফেলে রাশিদার শরিকরা। তারা উল্টো মনিরের সীমানায় ঢুকে রাশিদারা সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *