যে কারণে পাল্টাতে হচ্ছে বরুণ-নাতাশার বিয়ের ভেন্যু
বরুণ ধাওয়ান ও তার ছেলেবেলার বান্ধবী নাতাশা দালালের প্রেমের খবর বরুণের বলিউডে যাত্রার পর থেকেই শোনা যাচ্ছিল। তবে গত বছর আনুষ্ঠানিকভাবে নাতাশার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নেন বরুণ।
এরপর থেকেই দুজনের বিয়ের খবর ঘোরাফেরা করছে বলিপাড়ায়। এই বছরই সাত পাকে বাঁধা পড়ার কথা এই জুটির।
থাইল্যান্ডের জেডব্লুউ ম্যারিয়াট হোটেলেই এই ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন চলছিল। তবে করোনা আতঙ্কের জেরে বিদেশে বিয়ের পরিকল্পনা বাতিল করতে হচ্ছে বরুণকে। এমনই খবর স্পটবয় সূত্রের।
এখনো পর্যন্ত থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ জন, এই মরণব্যাধী সেদেশে প্রাণ কেড়েছে এক ব্যক্তির।
করোনা নিয়ে কোনোরকম চ্যালেঞ্জ নিতে রাজি নয় ধাওয়ান পরিবার। তাই পাল্টাচ্ছে বরুণ-নাতাশার বিয়ের ভেন্যু। শোনা যাচ্ছে, রাজস্থানের যোধপুরে গাঁটছড়া বাঁধবেন বরুণ-নাতাশা।
সামনেই মুক্তি পাচ্ছে বরুণের ‘কুলি নাম্বার ওয়ান’। এর মধ্যেই বিয়ের ভেন্যু পরিবর্তনের জেরে বাড়তি চাপ ধাওয়ান পরিবারে। নতুন করে বিয়ের গোটা পরিকল্পনা আর আয়োজন সারতে হবে তাদের।