মুকসুদপুরে ইমামের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে মোঃ ছবুর (২৬) নামে এক ইমামের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে মুকসুদপুর উপজেলার চন্দ্রখোলা গ্রামের চন্দ্রখোলা জামে মসজিদের একটি ঘর থেকে ওই ইমামের মৃতদেহ উদ্ধার করা হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর হোসেন জানান, দুপুরে যোহরের আযান না দেয়ায় মুসুল্লিরা ইমাম মোঃ ছবুরকে ডাকতে যায়। এসময় ঘরের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়না তদন্তের পর রহস্য জানা যাবে। নিহত মোঃ ছবুর মুকসুদপুর উপজেলার চন্দ্রখোলা জামে মসজিদের ইমাম ও গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে।