April 19, 2024
আন্তর্জাতিক

মাদক পাচার মামলায় লেবাননে সৌদি রাজপুত্রের কারাদণ্ড

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ব্যক্তিগত বিমানে করে মাদক পাচার মামলায় সৌদি আরবের এক রাজপুত্রকে দোষী সাব্যস্ত করেছে লেবাননের অপরাধ আদালত। ২০১৫ সালের ২৬ অক্টোবর বৈরুত থেকে সৌদি আরবগামী রাজপুত্র আবদুল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল মুহসিন বিন আবদুল আজিজের বিমান থেকে দুই টন ক্যাপটাগন মাদক উদ্ধার করা হয়। রাজপুত্র ছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট ইয়াহিয়া সাইমি আল-সাম্মারি নামের অপর এক ব্যক্তির বিরুদ্ধে মাদক বহন ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের প্রধান বিচারক ছিলেন আবদুল রহিম হামুদ। এছাড়াও তার সঙ্গে থাকা বিচারক ও আইনজীবীরা সৌদি রাজপুত্রের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়ার বিষয়ে সর্বসম্মত হয়েছেন। সৌদি রাজপুত্র ও অপর এক ব্যক্তির বিরুদ্ধে দশ বছরের দণ্ড ঘোষিত হলেও সশ্রম কারাভোগ করলে দণ্ডের পরিমাণ চার বছর কমে যেতে পারে। কারাদণ্ড ছাড়াও তাদেরকে এক কোটি লেবাননের পাউন্ড  জরিমানা করা হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ জানিয়েছে, রাজপুত্রসহ দুই ব্যক্তির প্রত্যেককে দশ বছরের কারাদণ্ড ছাড়াও সৌদি আরবের অপর তিন ব্যক্তির প্রত্যেককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বন্দর আল শারাওয়ি, জাইয়েদ আল হাকিম এবং মুবারক আল হার্থির প্রত্যেককে ২ লাখ লেবাননি পাউন্ড অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *