September 13, 2024
জাতীয়

মাগুরায় নির্মাণাধীন দুই ভবন থেকে পড়ে নিহত ২

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

মাগুরায় নির্মাণাধীন দুটি ভবন থেকে পড়ে এক শিক্ষক ও এক শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন সদর উপজেলার বরুনাতৈল গ্রামের ওমর শিকদারের ছেলে গ্রিল মিস্ত্রি আকাশ হোসেন (১৮) ও জেলা শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রউফ ঢালি (৬৫)। গতকাল মঙ্গলবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্টেডিয়ামপাড়ায় নিজ বাড়ির তৃতীয় তলায় নির্মাণকাজ দেখতে যান আব্দুল রউফ ঢালী। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে সেপটিক ট্যাংকের মধ্যে পড়েন যান তিনি।

এর আধা ঘণ্টা পর শহরের সৈয়দ আতর আলী সড়কে জামরুলতলা একলাকায় লাবণী স্টিল কর্নার ভবনে কাজ করার সময় তৃতীয় তলা থেকে পা পিছলে নিচে পড়ে যান গ্রিল মিস্ত্রি আকাশ হেসেন। দুইজনকেই মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এসব ঘটনায় পৃথকভাবে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়া অভিযোগ বা দায়িত্বে অবহেলা আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *