March 25, 2025
আঞ্চলিক

ভৈরবে কয়লা বোঝাই জাহাজ ডুবির ১২ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা শিল্পাঞ্চলের আমতলা খেয়াঘাট সংলগ্ন পূর্ব মশিয়ালীর (নন্দী ঘাটে) মোংলা থেকে নওয়াপাড়ার উদ্দ্যেশে ছেড়ে আসা কয়লা বোঝাই জাহাজ এমভি জিহাদুল- ১ গত ২৫ ডিসেম্বর বেলা ৩ টার সময় জাহাজের তলা ফেঠে ডুবে যায়।

জাহাজ ডুবির ১২ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজ, নৌযান চলাচল ব্যহত হচ্ছে, এতে করে এ নৌপথ দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় নৌযান ঝুঁকি নিয়ে চলাচল করছে। গতকাল সোমবার ভোর ৫টার দিকে একটি মাছ ধরা নৌকা কুয়াশায় কিছু দেখতে না পেয়ে ডুবন্ত কয়লা বোঝাই জাহাজের উপর তুলে দেয়।

স্থানীয় বাসিন্দা মোঃ সাব্বির হোসেন বলেন, বিশেষ করে রাতে প্রয়োজনীয় সিগনাল বাতি ব্যবহার না করার কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জাহাজ ড্রাইভার মোঃ জুলহাস বলেন ডুবুরী না পাওয়ায় এবং কিছুদিন বৈরী আবহাওয়ার কারণে জাহাজ উদ্ধার কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।

খুলনা বিআইডবিøউটিএ উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে অবহিত আছি, অতি দ্রæতই উদ্ধার প্রক্রিয়া শুরু হবে।

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *