April 19, 2024
আঞ্চলিক

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বটিয়াঘাটা : বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে এক র‌্যালি ও অলোচনা সভা রবিবার বেলা ১১টায় স্থানীয় দলীয় কার্যালয়ে  অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলিপ হালাদারের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা মনোরঞ্জন মন্ডল, প্রদীপ বিশ্বাস, মৃন্ময় পাল, মীর মহাম্মদ আলী, পলাশ রায়, অনুপ গোলদার, চয়ন বিশ্বাস, শেখ আকরাম হোসেন, বি,এম মাসুদ রানা, অহেদুর রহমান, ইউনিয়ন আ’লীগ নেতা নারায়ণ চন্দ্র সরকার, শেখ হাদি উজ-জামান হাদী, পঙ্কজ বিশ্বাস, মানস পাল, মোঃ ওয়াবদুল,মুশিবর রহমান, খলিলুর রহমান, মোঃ জাকীর হোসেন লিটু, মিজানুর রহমান মোল্যা বাবু, রবীন্দ্রনাথ সরকার, মহিদুল ইসলাম শাহীন, তুলসি দাস বিশ্বাস, মহিলা সম্পাদিকা চঞ্চলা মন্ডল, চেয়ারম্যান মিলন গোলদার, গোলাম হাসান, ইসমাইল হোসেন মোল্যা বাবু, মোক্তার হোসেন,তরিকুল ইসলাম,শশাংক রায়,আনোয়ার হোসেন, আসলাম তালুকদার, ডাঃ প্রশান্ত গোলদার, বিধান হালদার, সুবির মল্লিক, পার্থ রায় মিঠু, প্রদীপ টিকাদার, সঞ্জয় মোড়ল, কৃষক লীগ নেতা গৌর দাস ঢালী, মোস্তাফিজুর রহমান, সেচ্ছা সেবকলীগ নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা অরিন্দম গোলদার, সুপদ মল্লিক, কার্তিক টিকাদার, রমেশ মন্ডল, অলোক মল্লিক, মমতা মল্লিক,  বিউটি বিশ্বাস, আরতী বৈরগী, শ্যামলী সুতার, গিতা গোলদার, সপ্না রায়, প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে। পরে বিকাল ৫ টায় এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামপাল (বাগেরহাট) : যথাযথ সম্মান  ও শ্রদ্ধার সাথে রামপালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহন করে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে  উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্যা আঃ রউফ, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইচ চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সেখ সাদি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তযোদ্ধা কমান্ডার শেখ মোজফ্ফার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মোঃ মোতাহার রহমান, কোষাধ্যক্ষ সেখ আঃ মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা অতিন্দ্রনাথ হালদার দুলাল, অধ্যাপক হিরন দাস, হাওলাদার হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক চয়ন মন্ডল, ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান  সহ রামপালের ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, প্রত্যিকটি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্য ও দেশের সকল মানুষের কল্যান কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামিম নূরী।

খানজাহান আলী থানা : আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী লীগ সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠন বিস্তারিত কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপন করেন।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে এশাবাদ ফুলবাড়ীগেট্ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে  অনুষ্ঠানের উদ্বোবধ করা হয়। পরে আওয়ামী লীগের ইতিহাস  দলের ভিষণ ও মিশন সম্পর্কে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন  মহানগর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী। বক্তৃতা করেন, থানা আওয়ামী লীগ নেতা এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ কামাল হোসেন, শাকিল আহম্মেদ, শাহজাহান হাওলাদার, শেখ আব্দুর রশিদ, যুবলীগ নেতা অলিয়ার রহমান রাজু, সুমন মুন্সি, সুরুজ্জামান হানিফ, জাকারিয়া রিপন, শ্রমিকলীগ নেতা লিয়াকত মুন্সি, কামাল মুন্সি, মাসুদ পারভেজ সোহেল, রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন ইমন,  টনী মীর, রানা হাওলাদার, বাদশা মিয়া, জাকির ফকির, আলতাফ তালুকদার, নাসির খান, রুবেল কাজী, সিরাজুল ইসলাম, ইমরান মীর প্রমুখ।

কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগঃ কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে আছরবাদ ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন,  খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, আঃ রউফ খান খোকন, সায়েদুর রহমান, শেখ কামাল আহম্মেদ, আঃ জলিল হাওলাদার, সেলিম রেজা, লিয়াকত মুন্সি,  শেখ আঃ রশিদ, মাষ্টার শাহজাহান আলী হাওলাদার, শেখ গোলাম মোস্তফা, বেগ আনিছুর রহমান, বেগ খালিদ হোসেন, শেখ আঃ মান্নান, শেখ সাইফুল ইসলাম, শেখ হারুন প্রমুখ নেতৃবৃন্দ।

৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগঃ যোগিপোল ইউনিয়ন(৩৩নং ওয়ার্ড) আওয়ামী লীগের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করেন। ২৩ জুনের শুরুতে রাতে ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দশ পাউন্ডের কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ, মাষ্টার মনিরুল ইসলাম, মাষ্টার জুয়েল, মুজিবর মোড়ল, রুমা খন্দকার মুন্নি, কামরুল ইসলাম, সৈয়দ আলী রেজা নান্নু, ইমরান আলী রনি, মামুন খন্দকার, মোঃ সিহাব হোসেন, সাবেক মেম্বর শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগঃ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শিরোমণিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাহাজ্জ শেখ আকরাম হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী।  বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদিক শেখ আনিছুর রহমান। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলীর পরিচালনায বক্তৃতা করেন, মোল্যা নুরুল ইসলাম, আলহাজ্জ ফজলুল হক, আঃ রউফ খান খোকন, মঈনুল হক মিটু, শেখ আব্বাস উদ্দিন, শেখ জাকির হোসেন, শেখ হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, খান মিজানুর রহমান, শেখ এনামুল হক,  শেখ হায়দার আলী, শেখ ফারহান অভি, শেখ বাদল, শেখআশিকুর রহমান, মোল্যা রণি, মোঃ বিপ্লব হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

৩৪নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগঃ ৩৪নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উৎযাপিত হয়। ঈশাবাদ শিরোমণি আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানার প্রভাবশালী নেতা শেখ হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিকলীগ উত্তরের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা আলহাজ্জ শেখ আনছার আলী। ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী। বক্তৃতা করেন, শ্রমিকলীগ নেতা শরিফুল ইসলাম সুরুজ, ছাত্রলীগ নেতা শেখ ইমরান হোসেন, শেখ ইলিয়াজ হোসেনসহ শ্রমিকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কেশবপুর  (যশোর) : কেশবপুরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ পালন করেছে। এউপলক্ষে দিনব্যাপী অনু্িষ্ঠত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, ৭০ পাউন্ড ওজনের কেক কাটা,  বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, পৌর আওয়ামী লীগনেতা এ্যাড. মিলন মিত্র, আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন, এস এম বাবর আলী, মশিয়ার দফাদার, শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, সদর ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা মাওঃ আব্দুল হালিম, উপজেলা যুবলীগের আহŸায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহŸায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *