নড়াইলে অধিপত্যের জেরে কুপিয়ে হত্যা, আটক ৫
দক্ষিণাঞ্চল ডেস্ক
নড়াইল সদরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে; যার পেছনে আধিপত্য বিস্তারের জের রয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে এ ঘটনা ঘটে বলে নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন জানান। নিহত গোলাম রহমান সিকদার (৬০) ওই গ্রামের মাজেদ সিকদারের ছেলে।
নিহতের ভাতিজা হৃদয় মোলা জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার মোলা ও সুলতান মোলার লোকজনের মধ্যে কয়েকদিন ধরে সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। বৃহস্পতিবার বিকালে দুই পক্ষের লোকদের কথা কাটাকাটি হয়। এর জেরে গ্রামের বিলের মধ্যে একা পেয়ে সুলতানের অনুসারী গোলামকে দা দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিঠিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সরোয়ার বলেন, সকালে এলাকায় কোনো সংঘর্ষ হয়নি। গোলাম আজ সকালে স্ট্রোক করে মারা গেছে। প্রতিপক্ষের লোকের তাদের ফাঁসাতে নিহতে শরীরে কয়েকটি কোপ দিয়ে থাকতে পারে।
ওসি ইলিয়াস বলেন, ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।