September 21, 2024
আঞ্চলিক

নির্যাতিত নেতাকর্মীর পাশে বিএনপি নেতা বকুল

 

 

গণতান্ত্রিক আন্দোলনে নিহত, নির্যাতিত, মামলা-হামলা ও হয়রানির শিকার নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা-৩ আসনের গণমানুষের নেতা, সংসদ সদস্য পদপ্রার্থী এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি আলহাজ রকিবুল ইসলাম বকুল।

তিনি শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে বলেছেন, দেশ আজ এক কঠিন সংকটকাল অতিক্রম করছে এবং সরকারের সুবিধাভোগী মুষ্টিমেয় লুটেরা শ্রেণীর কিছু মানুষ ছাড়া কোটি কোটি মানুষ অনিশ্চয়তা ও হতাশায় দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং আগামী দিনে জনগনের সরকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সকালে তিনি ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা প্রয়াত মফিজুল ইসলাম মফিজের পরিবারের  সদস্যদের হাতে এক লাখ টাকা অনুদান তুলে দেন। এরপর থানার সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে যান। এ সময় তার সাথে বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শাহিনুল ইসলাম পাখী, শেখ সাদী, আবুল কালাম জিয়া, বিপ্লবুর রহমান কুদ্দুস, জহর মীর, মোঃ শামসুর রহমান, মোহাম্মদ ফকির, আব্বাস ফকির, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, মোঃ শাহিনউদ্দিন, মাহমুদ হাসান শান্ত, গাজী সালাহউদ্দিন, আরিফুর রহমান শিমুল, খায়রুজ্জামান শামীম, সত্যানন্দ দত্ত, সাজ্জাদুল সেতু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে তিনি দৌলতপুর থানার ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মনিরুল ইসলাম সহ থানার ৫টি ওয়ার্ড ও আড়ংঘাটা ইউনিয়নের নেতাকর্মীদের বাড়িতে যান। তার সাথে উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, সিরাজুল হক নান্নু, শেখ সাদী, সাজ্জাদ হোসেন তোতন, নূর ইসলাম বাচ্চু, মূর্শিদ কামাল, শেখ আব্দুল হালিম, বেলায়েত হোসেন, শেখ ইমাম হোসেন, তরিকুল ইসলাম, শরীফুল আনাম, কালাম শিকদার, মতলেবুর রহমান মিতুল, আরামন হোসেন, আব্দুল মাজেদ, মিজানুর রহমান, শরিফুল ইসলাম বিপ্লব, কাজী নেহিবুল হাসান নেহিম, হাফিজুর রহমান পিন্টু, শামীম আজাদ নীলু, মহিদুল ইসলাম, মাইনুল ইসলাম, আল আমিন রতন, খালিদ বিন ওয়ালিদ শোভন, রাকিব প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *