December 9, 2024
আঞ্চলিক

নগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

ডিজেল, কেরোসিন, এলপি গ্যাস ও পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের সীমাহীন উবর্ধগতির প্রতিবাদে দেড়মাস ব্যাপী সারাদেশে বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের প্রচারপত্র বিলি কর্মসূচী সফল করার লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা গতকাল শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, এড. বজলুর রহমান, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মো. মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মাহবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, নিজামউর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, নাজমুস সাকিব পিন্টু, খায়রুল ইসলাম জনি, আবু সাইদ শেখ, শরিফুল ইসলাম বাবু, সরোয়ার হোসেন, গোলাম কিবরিয়া আশা, নাজির উদ্দিন নান্নু, হাফিজুর রহমান মনি, কাজী আব্দুল লতিফ, এনামুল হাসান ডায়মন্ড, আফসার উদ্দিন মাস্টার, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, ইমতিয়াজ আলম বাবু, আসলাম হোসেন, আশরাফ হোসেন, মোস্তফা কামাল, রিয়াজুর রহমান, মেহেদী হাসান সোহাগ, আব্দুল মান্নান খান, তৌহিদুল ইসলাম খোকন, আনিচুর রহমান আরজু, সিরাজুল ইসলাম লিটন, জামাল উদ্দিন মোড়ল, সাইমুন ইসলাম রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, লিটু পাটোয়ারী, কাজী ফজলুল কবির টিটো, শাহানাজ ইসলাম, শেখ আব্দুস সালাম, সামসুল বারী পান্না, তানভীর আজম রুম্মান, মনিরুজ্জামান লেলিন, সেলিম বড় মিয়া, বাবুল মুন্সি, শাকিল আহমেদ, শামীম আশরাফ, ডা. আব্দুল হালিম মোড়ল, সেলিম কাজী, মুন্সি আব্দুর রব, আশরাফ হোসেন, শফি খান, তসির খান, শাহারুজ্জামান মুকুল, মশিউর রহমান লিটন, নাসিমা পলি, রেহানা ইসলাম, সুজানা জলি প্রমুখ।

সভায় ১৫ নভেম্বর দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ১৬ থেকে ১৯ নভেম্বর থানা পর্যায়ে প্রচারপত্র বিলি, ১৭ নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী, ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়। সভা থেকে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র বোন কামরুণ নাহার দুলু ও তাঁতী দলের সদস্য সচিব ম শ আলম এর সুস্থতা কামনা করা হয়। সভায় হাজী মহসীন রোড নিবাসী ২৯নং ওয়ার্ড বিএনপি কর্মী আনোয়ারুল হক স্বপন মোড়ল এর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *