November 7, 2024
আঞ্চলিক

নগর ও  জেলা জাপার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা নগর ও জেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী খুলনা ফেরীঘাট হতে শুরু করে নগরীর পিকচার প্যালেস মোড়, শহীদ হাদিস পার্ক মোড় হয়ে ডাকবাংলাস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ডাকবাংলাস্থ কার্যালয়ের সামনে থেকে দু’শতাধিক মটরসাইকেল শোভাযাত্রা করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনসহ ব্যাপক কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর জাপার ভারপ্রাপ্ত আহŸায়ক এ্যাড. মাহাতার উদ্দিনের। র‌্যালী ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর জাপার সিনিয়র যুগ্ম আহŸায়ক ও সোনাডাঙ্গা থানা সভাপতি শেখ নাজমুল কবির সাদী, কেন্দ্রীয় জাপা নেতা তোবারেক হোসেন তপু, শরীফ মোহাম্মদ শাহজাহান, এস এম আনিসুর রহমান।

নগর জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক তৈমুর হোসেন শাহীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানার সাধারণ জাপা সম্পাদক কাজী শহিদুল কাদির উৎসব, সদর থানার জাপা সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল, খালিশপুর থানা জাপার সদস্য সচিব সেলিম সিকদার, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন লালু, এস এম হাফিজুর রহমান বাবলু বিশ্বাস, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান, সালাম মোল্লা, মোঃ শাহীনুর, মোঃ চুন্ন, কাজী বেল্লাল, মাস্টার কামাল, মনির হোসেন, খায়রুল আলম মিলন, মাহমুদ কাগজী, মাসুদ রানা, থানা যুব সংহতির সভাপতি শাকিল আহমেদ লাল, মাসুদ আকুঞ্জি, মিলন খান, শেখ মাসুদ রানা, যুব নেতা মোঃ ইদ্রিস আলী, মোঃ রোকনুজ্জামান, মোঃ তুনান, আকতার হোসেন, মোঃ কামাল প্রমুখ।

জেলা জাপা : শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ইসমাইল খান টিপুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, কেন্দ্রীয় সদস্য শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মোতওয়ালী শেখ, মোঃ ফরহাদ আহম্মদ, মোঃ মোস্তফা সরদার, শাহজাহান আলী সাজু, রহমত আলী খান, এ্যাড. লুৎফর রহমান, হোসেন আলী সরদার, চৌধুরী মাহাতাব উদ্দিন, ফরিদা ইয়াসমিন, আব্দুল জলিল, আঃ গবুর মাস্টার, আঃ গফফর মাস্টার, ইউসুফ হোসেন রাহুল, অহিদুজ্জামান বাদল, হাসান মোল্লা, মিজানুর রহমান এলাহী, আলহাজ্ব মোদাচ্ছের হোসেন, ডাঃ শওকত আলম, বি এম শহীদুল ইসলাম, হাসমত আলী, শাহীন মোল্লা, আবু কায়ছেদ, লাভলু মল্লিক, নূর ইসলাম খাঁ, আব্দুস সামাদ, সঞ্জয় গোলদার, মিরাদ হোসেন, মোঃ সেলিম, শেখ তাইজুল ইসলাম, সুজিত বিশ্বাস, সরদার মোহাম্মদ আলী, রেজাউল ফকির হেলাল মল্লিক, তাইজুল ফকির, রেজাউল ফকির, হেলাল মল্লিক, বাবুল মোল্লা, শওকাত তালুকদার, জাবের হোসেন, মোঃ খোকন, গাজী মোশারেফ হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *