নগরীতে র্যাবের অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
দ. প্রতিবেদক
নগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা মার্কেট রোডে অভিযান চালিয়ে ২৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা হলেন নগরীর ছোট রয়রা মার্কেট রোডের কামরুল হক চৌধুরীর ছেলে মো. ইয়ারুল ইসলাম চৌধুরী পিল্টু (৪১)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা মার্কেট রোডে অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি মো. তোফাজ্জল হোসেন। এসময় রানা ষ্টোরের সামনে থেকে ২৬৫পিস ইয়াবাসহ ইয়ারুল ইসলাম চৌধুরী পিল্টুকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত সোনাডাঙ্গা থানাধীন বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে।