December 8, 2024
আন্তর্জাতিক

দিল্লিতে ৪ তলা ভবন ধসে নিহত ৬ শ্রমিক

দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের রাজধানী নয়া দিল্লিতে একটি নির্মাণাধীন চারতলা ভবন ধসে ছয়জন শ্রমিক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গুরুগ্রামের একটি গ্রামে এঘটনা ঘটে। ভবনের ধ্বংস্তূপে আরও এক বা দুজন শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন এখবর জানিয়েছে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার ভোরে দমকল বিভাগকে ফোনে জানানো হয় ভবন ধসের বিষয়ে। পরে দুর্যোগবাহিনীর ৩টি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনায় যুক্ত হয়।
মুখপাত্র বলেন, দুর্ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও দমকল বিভাগের কর্মীরাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। পুলিশ ভবনটির মালিককে খুঁজছে বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *