তালেবানদের দমাতে মার্কিন বাহিনীর হামলা
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান যোদ্ধাদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর আগে ২৯ ফেব্রুয়ারি কাতারে মার্কিন-তালেবান শান্তিচুক্তির পর এই প্রথম মার্কিন বাহিনী এ হামলা চালায়।
বুধবার আমেরিকার সামরিক মুখপাত্র কর্নেল সনি লেগেট এক টুইটবার্তার মাধ্যমে এ তথ্য জানায় ।
টুইটে তিনি বলেন, হেলমান্দের নাহর-ই-সারাজে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে মার্কিন বাহিনী ৪ মার্চ এক বিমান হামলা চালিয়েছে।
তিনি আরো জানান এর আগে মঙ্গলবার (০৩ মার্চ) তালেবান যোদ্ধারা হেলমান্দে আফগান বাহিনীকে লক্ষ্যবস্তু করে প্রায় ৪৩ বার হামলা চালিয়েছে। আক্রমণ প্রতিহত করার জন্যই বিমান হামলার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এখন পর্যন্ত এ হামলায় হতাহতের কোনো সংখ্যা জানা যায়নি।
শান্তিচুক্তির আগে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তালেবান ও মার্কিন নেতৃত্বে ন্যাটো জোটের মধ্যে যুদ্ধবিরতির ১১ দিন পর এ হামলা করা হলো বলে জানিয়েছেন কর্নেল সনি লেগেট।
অপর এক টুইটে কর্নেল লেগেট তালেবানদের অপ্রয়োজনীয় হামলা বন্ধ করে শান্তিচুক্তি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার (০৩ মার্চ) রাতে আফগানিস্তানের কুন্দুজের ইমাম শাহিব জেলায় আফগান বাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে ১০ সেনা ও চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এছাড়া দেশটির উরুজগান প্রদেশে অপর এক হামলায় আফগান পুলিশের ছয় সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন।
শান্তিচুক্তির পর মঙ্গলবারের হামলাই ছিলো আফগান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তালেবানের প্রথম হামলা।
বিগত শনিবার আফগানিস্তানে তালেবানের সঙ্গে আমেরিকার প্রায় ১৯ বছরের দীর্ঘ যুদ্ধ বন্ধে কাতারের দোহায় এক শান্তিচুক্তি হয় দুই পক্ষের ভেতর।
শান্তিচুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সকল সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ।