September 15, 2024
জাতীয়

টাঙ্গাইলে দপ্তরির হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিলিমপুর ইউনিয়নে শফিকুল আসলাম (৪০) নামে এক বিদ্যালয়ের দপ্তরির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে ইউনিয়নের সুবর্ণতলী গ্রাম থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল একই গ্রামের ইনসান আলীর ছেলে। তিনি খাদিজা আবু বকর উচ্চবিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। দেলদুয়ার থানার ওসি সাইদুল হক ভ‚ঁইয়া বিষয়টি নিশ্চিত বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না-তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *