May 20, 2024
জাতীয়

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে তরুণীকে অপহরণের পর ধর্ষণ করার দায়ে উজ্জ্বল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দÐপ্রাপ্ত উজ্জ্বল বেলকুচি উপজেলার ল²ীপুর গ্রামের মো. আবদুস সোবাহানের ছেলে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৯ অক্টোবর সন্ধ্যায় একই উপজেলার খামার উল্লাপাড়া গ্রামের ১৯ বছরের একটি মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান উজ্জল। পরে তাকে দৌলতপুর সিনেমা হলের পেছনে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। টানা পাঁচদিন পর ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার তরুণী বাদী হয়ে উজ্জলকে একমাত্র আসামি করে বেলকুচি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযুক্ত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে গতকাল বুধবার এ রায় দেন বিচারক।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *