টঙ্গীতে বাস থেকে নেমে লাশ হলেন ছিনতাইকারীর ছুরিতে
বাসে করে গাজীপুরের টঙ্গীতে এসে নামার পর আরএফএলের একজন কর্মকর্তা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে
নিহত কামরুল ইসলাম (৩৫) নওগাঁ সদর উপজেলার আবুল কাশেমের ছেলে। তিনি আরএফএলের আঞ্চলিক ব্যবস্থাপক হিসাবে সিলেটে দায়িত্ব পালন করছিলেন।
কামরুলের ভাগ্নে মো. বিপ্লব এলাকাবাসীর বরাতে বলেন, “মামা অফিসিয়াল মিটিংয়ে যোগ দিতে রাতে বাসে করে টঙ্গী আসেন। ভোর ৪টার দিটে টঙ্গীর কলেজ গেইট এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীররা তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। মামা বাধা দিলে তারা তাকে ছুরি মেরে মোবাইল ফোন, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।”
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ঘটনা তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।