July 27, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে সাড়ে ১০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ

 

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাড়ে ১০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের ব্যাপারীপাড়ার একটি গুদামে নামানোর সময় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব এ অভিযান চালায়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, রমজানে গত বছরের মেয়াদউত্তীর্ণ খেজুর শহরের ব্যাপারীপাড়ায় একটি গুদাম ঘরে বিক্রির জন্য নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় ট্রাকসহ সাড়ে ১০ হাজার কেজি খেজুর জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ এই খেজুর যশোরের একজন ব্যবসায়ী ঝিনাইদহ শহরের বিভিন্ন দোকানে সরবরাহ করার জন্য পাঠিয়েছে বলেও জানান তিনি। অভিযানে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর সেনেটারী ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ প্রতিবেদককে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। রমজানে কোন অপরাধ করতে দেওয়া হবে। আইনশৃংখলা নিয়ন্ত্রন রাখার সার্বিক ভাবে চেষ্টা করা হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *