September 16, 2024
জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম গুচ্ছগ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার ভুতুড়িয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী মুর্শিদা বেগম (৫৫) ও পুত্রবধূ মানসুরা বেগম (২০)।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, নাঈম মোল­া স্ত্রী মানসুরা বেগম ও মা মুর্শিদা বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোল­াহাট শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তাদের মোটরসাইকেল দেবগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মানসুরা ও মুর্শিদা মারা যান। গুরুতর আহত নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাঈম বাগেরহাটের মোল­াহাটে শ্বশুরবাড়ির এলাকার একটি মসজিদে ইমামতি করতেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *