গিলাতলায় বিএনপি’র আহŸায়ক কমিটি ঘোষণা করায় ক্ষোভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলায় ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক কমিটি ঘোষণা করায় নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খুলনার জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা স্বাক্ষরিত সংগঠন গতিশীল ও পুণঃগঠনের লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ১৬ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গত ২৭ নভেম্বর ঘোষণা করায় খানজাহান আলী থানা ও আটরা গিলাতলা ইউনিয়ন এলাকার বিএনপি নেতা কর্মীদের ভিতর চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিটিতে দীর্ঘদিনের রাজ পথের সৈনিক এবং ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে নতুন একটি পকেট কমিটি তৈরী করা হয়েছে। খানজাহান আলী থানা বিএনপির প্রবীণ রাজনীতিবিদ থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলীকেও কমিটিতে রাখা হয়নি। গিলাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ২৭ জনের মধ্যে ২৩ জন উক্ত কমিটির বিপক্ষে এবং অনতি বিলম্বে সদ্য ঘোষিত আহŸায়ক কমিটি বাতিল পূর্বক ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পূণরায় গিলাতলায় ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক কমিটি ঘোষনা করার জোর দাবী জানান। এদিকে গতকাল সন্ধায় উক্ত আহŸায়ক কমিটি বাতিলের দাবীতে গিলাতলা ইউনিয়নের বিএনপির নেতা কর্মীরা এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে বক্তৃতা করেন মোঃ আইউব হোসেন মোল্যা, মোক্তার বিশ্বাস, শাহজাহান মীর, হাফিজ কাজী, খয়বার, আনোয়ার হোসেন, মোঃ ফকরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, নাসির উদ্দিন, মোঃ সেলিম, মোঃ আরিফুল ইসলাম, মোল্যা সোলায়মান, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম সুজা, মোঃ হাবিব, মোঃ তহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।