খুলনা-৬ আসনের সংসদ সদস্য বাবু’র মায়ের দাফন সম্পন্ন
দ: প্রতিবেদক
জন্মস্থান পাইকগাছার গড়ইখালীর পিতা-মাতার কবরের পাশে শায়িত হলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর মাতা ফাতিমা খানম। গতকাল সোমবার আছরবাদ গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয় মরহুমা ফাতিমা খানমের।
এরআগে ফাতিমা খানমের প্রথম নামাজে জানাজা সকাল ১০টায় রূপসার রাজাপুর (মিলকী-দেয়াড়া) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, মোঃ নুরুজ্জামান, আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, রফিকুর রহমান রিপন, মালিক সরোয়ার, কামাল উদ্দিন বাদশা, শেখ আলী আকবর, মোল্লা আকরাম হোসেন, কেসিসির কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা, শামসুজ্জামান মিয়া স্বপন, জেলা পরিষদের সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, জেলা কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার প্রমুখ। এছাড়া দলীয় নেতা-কর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজে জানাজায় উপস্থিত ছিলেন।
বিকালে গড়ইখালী আলমশাহী মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা’য় অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, এ্যাডঃ সোহরাব আলী সানা, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, কয়রার চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, পাইকগাছার ইউএনও জুলিয়া সুকায়না, কয়রার ইউএনও শিমুল শাহা, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম ও নূরে আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মহসিন রেজা, আখম তমিজ উদ্দীন, পাইকগাছার ওসি এমদাদুল হক শেখ, কয়রার ওসি রবিউল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, দুই উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক, ব্যবসায়ীক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্নস্তরের হাজারো মানুষ।