September 21, 2024
আঞ্চলিক

খুলনায় স্বর্ণ মেলার দু’দিনে সাত কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আয়

 

দ: প্রতিবেদক

খুলনায় জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে খুলনা কর অঞ্চল আয়োজিত দুই দিনব্যাপী স্বর্ণ মেলা থেকে ৭ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৬৫০ টাকা রাজস্ব আয় হয়েছে। গতকাল মঙ্গলবার মেলার শেষ দিনে খুলনা কর অঞ্চল সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, স্বর্ণ মেলার দুই দিনে মোট ৭ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৬৫০ টাকা রাজস্ব আয় হয়েছে, মোট ৪৬১ জন ব্যবসায়ী তাদের অপ্রদর্শিত মজুদ ঘোষণা করেছেন। মেলার প্রথম দিনে ৭২ জন স্বর্ণ ব্যবসায়ী তাদের মজুদকৃত স্বর্ণ, রূপা ও হিরার ঘোষণা দিয়েছেন। তাদের কাছ থেকে ৪ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ৯ শত টাকার রাজস্ব আদায় করা হয়েছে। মেলার শেষ দিনে ৩৮৯ জন জুয়েলারী ব্যবসায়ী তাদের মজুদকৃত স্বর্ণ, রূপা ও হিরার ঘোষণা দিয়েছেন। তাদের কাছ থেকে ২ কোটি ৮৯ লাখ ৯১ হাজার ৭৫০ টাকার কর সংগ্রহ করেছে খুলনা আয়কর বিভাগ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *