April 27, 2024
আঞ্চলিক

২১ জেলায় ওজোপাডিকোর দুর্নীতির বিরুদ্ধে গ্রাহক অসন্তোষ তৈরি হয়েছে

 

প্রি-পেইড মিটার সংগ্রাম কমিটির জরুরী সভা

 

দ: প্রতিবেদক

যখন বর্তমান সরকার গ্রাহক আঙ্গিনায় নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে , ঠিক সেই মূহুর্তে ওজোপাডিকোর কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে। সরকারকে নানাভাবে বিপাকে ফেলে, ফায়দা লুটতে চেষ্টা করছে।

সোমবার ওজোপাডিকো সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রমাণ করেছে, আমরা যে দুর্নীতির কথাগুলো বলে আসছি তা সত্য। প্রি পেইড মিটারে অস্বচ্ছতা এবং দুর্নীতি-অনিয়মের ব্যাপারে ছয় মাসের সময় চেয়ে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রমাণ করেছে পদ্মার এপারের একুশ জেলার গ্রাহকদের যে অসন্তোষ তৈরী হয়েছে তা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে নয়-তাদের দুর্নীতির জন্য হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রি-পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির জরুরী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ডা: শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মহেন্দ্রনাখ সেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নাগরিক নেতা সেলিম বুলবুল, সেফের মোঃ আসাদুজ্জামান, জেসমিন জামান, সামসুল কাদের, শেখ মোঃ হালিম , নরেশ চন্দ্র দেবনাথ, অসীম কুমার পাল, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, স্মৃতি রেখা বিশ্বাস, মো: কামাল হোসেন, শেখ তারেক প্রমুখ।

সভায় বক্তারা আজ বুধবার বিকাল ৩টায় খুলনা সিটি কর্পোরেশন কার্যালয়ে প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি ও ওজোপাডিকো’র সাথে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বিদ্যমান সংকট নিরসনে যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ সফল করার লক্ষ্যে ওজোপাডিকো’র দুর্নীতির স্বপক্ষে দালিলিক প্রমাণাদিসহ সভায় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *