October 3, 2024
আঞ্চলিক

খুলনায় পুলিশ কনস্টেবল নিয়োগে আর্থিক লেনদেন : প্রতারক আটক

 

দ: প্রতিবেদক

খুলনায় জেলা পুলিশের কনস্টেবল নিয়োগে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে আর্থিক লেনদেন করার অভিযোগে কাজী সাইফুল ইসলাম (৪৭) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার গভীর রাতে নগরীর পাবলাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পাবলার তিন দোকানের মোড় এলাকার মৃত আব্দুল ওয়াব কাজীর ছেলে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মো. তোফায়েল আহমেদ প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকার বিনিময়ে কোন লোক পুলিশে ভর্তি করা হয় না। যদি কোন লোক চাকরির জন্য দালালের মাধ্যমে টাকা লেনদেন করেন তাহলে তারা ঠকবেন। এ বিষয়ে আটক প্রতারক সাইফুল ইসলাম ও এক পলাতক আসামীর বিরুদ্ধে নগরীর দৌলতপুর থানায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৯ জুন থেকে শুরু হওয়া পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শতভাগ, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। প্রার্থীদের কোন ধরনের প্রতারকের সাথে আর্থিক লেনদেন না করার জন্য পুলিশ সুপার, খুলনা আহবান জানিয়েছেন। মেধার ভিত্তিতে মাত্র ১০০ টাকার বিনিময়ে কনস্টেবল নিয়োগ করতে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *