September 14, 2024
আঞ্চলিক

খুলনায় একুশে বইমেলার ২২তম দিন অতিবাহিত

খবর বিজ্ঞপ্তি

অতিবাহিত হলো একুশে বইমেলা, খুলনা’র ২২ তম দিন। বিকালে মেলার মঞ্চের কার্যক্রম শুরু হয় সেমিনার পর্বের মাধ্যমে। আজকের সেমিনার পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বি এল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মামুন কাদের। প্রবন্ধের শিরোনাম ছিল ‘ ৬০ এবং ৭০ এর দশকে ছাত্র রাজনীতি’। প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ড. মোঃ আহছান উল্যাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ, খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল নগর নাট্যদল, আব্বাস উদ্দিন একাডেমী এবং নৃত্যবিহার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর দর্শক শ্রোতা মেলা মঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, সাত্তার শাহ্রী, কাজী গোলাম সারোয়ার এবং সুমনা সিরাজ সুমী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *