April 18, 2024
আঞ্চলিক

কর্মের মধ্য দিয়েই মানুষের সেবা করাটাই হচ্ছে বড় ধর্ম : প্রতিমন্ত্রী

দাকোপ প্রতিনিধি

কর্মের মধ্যদিয়েই মানুষের সেবা করাটাই হচ্ছে বড় ধর্ম এ কথা উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলছেন, শ্রী শ্রীঠাকুর অনুকূলচন্দ্রে দিক্ষা গ্রহণে মানুষের জীবন যাত্রার মান পাল্টাতে পারে এবং সেবা মানুষের মধ্যে হিংসা বিদ্দেশ থাকতে পারে না।

তিনি বলেন, বর্তমান সরকারের সফল প্রধান মন্ত্রী  ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা অসাম্প্রদায়িক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বের উন্নতশীল দেশের কাতারে।তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এ সরকারকে সহযোগিতায় সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি গতকাল শুক্রবার সন্ধায় দাকোপ উপজেলা সদর চালনা এনসি বøুবার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দুইদিন ব্যাপী খুলনা বিভাগীয় সৎসঙ্গ উৎসব চালনা সৎসঙ্গ বিহারের আয়োজনে অনুষ্ঠিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩১ তম জন্ম মহা-মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ সৎসঙ্গ বিহারের সহ-সম্পাদক ও সহ-প্রতিঋত্বিক সুব্রত আদিত্য‘র সভাপতিত্বে এবং সৎসঙ্গ বিহার চালনার সভাপতি সুব্রত রায়ের পরিচালণায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ‘লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যাপক নিমাই চন্দ্র রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, থানা অফিসার ইনচার্জ মোঃ মোকাররম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,সৎসঙ্গ বিহার দেওঘর ভারতের সহ-প্রতিঋত্বিক ড. জীবন চক্রবর্তী, সৎসঙ্গ বিহার দেওঘর ভারতের সহ-প্রতিঋত্বিক জয় সিংহ রায়, সৎসঙ্গ বিহার দেওঘর ভারতের সহ-প্রতিঋত্বিক সরোজিৎ ভুঁইয়া, সুপদ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, গাজী আব্দুর রহিম, সহ-প্রতিঋত্বিক গৌতম ঘোষ, পরিমল মন্ডল, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এস এম ফরিদ রানা, ইমরান হোসেন ইমু, তাপস কুমার জোয়াদ্দার, সাইফুজ্জামান মুকুল, রফিকুল ইসলাম, খাদিজা আক্তার, তানভির আহম্মেদ আকাশ, বিএম আব্দুল হাই, আব্দুর রহমান প্রমুখ। এসময়ে বিভিন্ন এলাকার সহ-প্রতিঋত্বিক ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *