খুলনায় ইশা ছাত্র আন্দোলনের কাউন্সিল আগামী শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি শেখ আমীরুল ইসলাম ও নগর সভাপতি মুহা. ইসহাক ফরিদি এক যৌথ বিবৃতির মাধ্যমে জানান আগামী ৮ ফেব্রুয়ারী শুক্রবারইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও নগর কাউন্সিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, সম্মেলনের স্থান ও প্রশাসনে অবহিত সহ সকল প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন। আগামী ০৮ ফেব্রুয়ারী১৯ ইং শুক্রবার তারিখ আয়োজিত সম্মেলনরে স্থান নির্ধারণ করা হয়েছে নগরীর গোলকমনি শিশুপার্ক।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। প্রধান আলোচক থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। আরও বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ, বরেণ্য শিক্ষাবিদ, ছাত্র নেতৃবৃন্দ সহ অনেকে। উক্ত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ সকলকে আহ্ববান জানান।
বিবৃতি দাতারা হলেন শেখ মুহা. সাইফুল ইসলাম, এস.কে নাজমুল হাসান, খালিদ সাইফুল্লাহ, নাজমুল হুদা, মুহা. নাজমুস সাকিব, আঃ সালাম জায়েফ, আব্দুল্লাহ নোমান, মুহা. মইনুল ইসলাম, বেলাল হুসাইন, মাহমুদুল হাসান, ইনামুল হাসান সাইদ, নুর আল, আল আমিন, মাহদী হাসান, আমানুুল্লাহ, মুহা. ফরহাদ মোল্লা, ইবররাহিম ইসলাম, আবু রায়হান, মইনুদ্্িদন, ইয়ামিন, মো সাব্বির হোসেন, রফিকুল ইসলাম, আ: আলীম মুুহা. শফিকুর রহমান, আ: সবুর, শফিকুল ইসলাম।