April 20, 2024
আঞ্চলিক

খুলনায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন  

দ: প্রতিবেদক  

 

গতকাল মঙ্গলবার ছিল একুশে বইমেলা, খুলনা’র ৫ম দিন। জাতীয় গ্রন্থাগার দিবসের এই দিনে বইমেলার অনুষ্ঠানমালায় ছিল বিশেষ আয়োজন। সারাদেশব্যাপী জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে খুলনাতে এই উপলক্ষে বিকাল ৩টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ বেতার খুলনা থেকে শুরু হয়ে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে একুশে বইমেলা, খুলনা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে খুলনার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী, সরকারি ও বেসরকারি গ্রন্থাগার পেশাজীবী ও সংগঠক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিগণের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।  

 

র‌্যালী শেষে বইমেলার মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপভূমি সংস্কার কমিশনার (যুগ্মসচিব), খুলনা বিভাগ, খুলনা এস. এম রইজ উদ্দিন আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গোলাম মাঈনউদ্দিন হাসান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান আক্কাচ উদ্দিন পাঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোঃ ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সরকারি গণ্রন্থাগার, খুলনার সহকারী পরিচালক ড. মোঃ আহছান উল্যাহ।  

 

‘গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি’ এই প্রতিপাদ্যের উপর আলোচনাকালে আলোচকগন গ্রন্থ ও গ্রন্থাগারের গুরুত্বের উপর সবিশেষ আলোকপাত করেন এবং নিজেদের জীবন বিকাশে সকলকে গ্রন্থাগারমুখী হওয়ার আহŸান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা আয়োজিত রচনা ও বইপাঠ প্রতিযোগতায় বিজয়ীদেও মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী, খুলনার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরবর্তীতে বইমেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনিকেত একাডেমী ও সুরঝংকার এর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম হুসাইন বিল্লাহ, ইফ্ফাত আরা ন্যান্সী এবং সালমানুল মেহেদী মুকুট।  

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *