কেরানীগঞ্জে অটো চালককে ‘পিটিয়ে হত্যা’
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় এক অটো চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. সাদিকুজ্জামান জানিয়েছেন।
নিহত রনি হাওলাদার (২৫) উপজেলার শুভাঢ্যার চুনকুটিয়া কাঁচা রাস্তা এলাকার হারুন হাওলাদারের ছেলে। চুনকুটিয়া চৌরাস্তা শমসের পুল এলাকা থেকে রোববার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানান সাদিক।
তিনি বলেন, স্থানীয়দের দেওয়া খবরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুলাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুরতহালে ওই যুবকের সারা শরীরে কালশিটে জখম দেখা গেছে। দেখে মনে হয়েছে, বেশ কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করেছে। রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে এসআই সাদিক বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।